আমিতখন কাঠ বেকার, পরীক্ষা শেষ হয়ে গেছে, চাকরীর চেষ্টা করছিলাম। সেই ফাঁকেকিছু প্রাইভেট টিউশনি করার সিদ্ধান্ত নিলাম। সময়ও কাটবে, কিছু আয়ও হবে। ভালছাত্র ছিলাম বলে ঐ একটা কাজ খুব ভাল করতাম, এসএসসি পাশের পর থেকেই যখনইসময় পেয়েছি, টিউশনি করেছি এবং আমার ছাত্র/ছাত্রীরা সবসময়ই ভাল রেজাল্টকরতো। কয়েকজন বন্ধু বান্ধবকে বলে রেখেছিলাম, তাদের মধ্যেই একজন এইটিউশনিটার খবর দিল। এক বিধবা স্টাফ নার্সের দুই মেয়েকে পড়াতে হবে। মহিলারকোন ছেলে সন্তান নেই। মহিলা তার দুই মেয়ে আনিকা আর তাপসীকেনিয়ে হাসপাতালের সার্ভিস কোয়ার্টারেই থাকে।ঐদিনইবিকেলে দেখা করলাম। চমৎকার মহিলা, বেশ হাসিখুশি আর মিশুক, বয়স ৪০ ছোঁয়নি, তবে শরীরের গাঁথুনি বেশ ভাল। চমৎকার ফিগার, গায়ের রংটা তামাটে, বেশ লম্বা।প্রথম দর্শনেই মহিলাকে মাসী বলে ডাকায় সে খুব খুশি হলো। তবে আমাকে একটুসংশোধন করে দিয়ে বললো, “শুধু মাসী ডাকলে আমার বেশ অস্বস্তি হয়, তুমি আমাকে রাধা মাসী বলে ডেকো”। রাধা মাসী আমার দুই ছাত্রীর সাথে পরিচয় করিয়ে দিল। অবাক হলাম রাধা মাসীর দুই মেয়েকে দেখে।