ভদ্র বাড়ি 2
সেদিনই সন্ধ্যায় …… রাত তখন সাড়ে ন ‘ টা হবে | বাবা বাড়িতে বসে টিভিতে নিউজ দেখছিল | মা সারা সন্ধ্যা মাথা ধরেছে বলে শুয়ে কাটিয়েছে | রাত হচ্ছে দেখে বাবা জিজ্ঞেস করল , “ কি হলো আজ রান্নাবাড়ি হবেনা নাকি ?” মা শুয়ে শুয়েই উত্তর দিল , “ রান্নাঘরে মশলাপাতি আনাজ সব বাড়ন্ত | রান্নাটা কি দিয়ে করবো ? যাও কিছু টাকা নিয়ে শিবুদার দোকান থেকে জিনিসগুলো নিয়ে এসো | শিবুদা আমি না গেলে তোমাকে আর বাকিতে মাল দেবে না বলেছে |”